মুহাম্মাদ (স.)-কে প্রেরণের উদ্দেশ্য এবং তাঁর সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি

50.00৳ 

মুহাম্মাদ (স.)-কে প্রেরণের উদ্দেশ্য এবং তাঁর সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি

সারসংক্ষেপ
রসূল মুহাম্মাদ (স.)-কে অনুসরণ করা সকল মুসলিমের জন্য ফরজ। এ কাজে সফল হওয়া না হওয়ার ওপর নির্ভর করে একজন মুসলিমের দুনিয়া ও আখিরাতে সফলতা ও ব্যর্থতা। বর্তমান বিশ্বের মুসলিমদের রসূল (স.)-এর অনুসরণ করার বিষয়টি পর্যালোচনা করলে সহজে বুঝা যায়- মুহাম্মাদ (স.)-কে প্রেরণের উদ্দেশ্য এবং তাঁকে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা বুঝার মাপকাঠি সম্পর্কে অধিকাংশ মুসলিমের ধারণার সাথে কুরআন, সুন্নাহ ও Common sense-এর তথ্যের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।

রসূল মুহাম্মাদ (স.)-সহ সকল নবী-রসুল (আ.) প্রেরণের মূল উদ্দেশ্য হলো- মানুষ সৃষ্টির উদ্দেশ্য (কুরআনকে সকল জ্ঞানের নির্ভুল, পরিপূর্ণ উৎস ও মানদ- মেনে নিয়ে জন্মগতভাবে জানা সকল ন্যায় কাজ বাস্তবায়ন ও অন্যায় কাজ প্রতিরোধের মাধ্যমে মানুষের কল্যাণ করা) বাস্তবায়ন করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেওয়া। এটি করার একমাত্র উপায় হলো ইসলামকে সমাজে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। আর রসূল মুহাম্মাদ (স.)-কে সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা বোঝার মাপকাঠি হলো- বিভিন্ন মহল থেকে প্রতিরোধ আসা।

মুসলিমদের বর্তমান চরম অধঃপতনের একটি মূল কারণ হলো- রসূল মুহাম্মাদ (স.)-কে সঠিকভাবে অনুসরণ না করা। তাই, পুস্তিকাটিতে মুহাম্মাদ (স.)-কে প্রেরণের উদ্দেশ্য এবং তাঁকে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা বুঝার মাপকাঠি নিয়ে আলোচনা করা হয়েছে। পুস্তিকাটি বিষয় দুটি সম্পর্কে যথাযথ তথ্য উপস্থাপনের মাধ্যমে মুসলিম উম্মাহকে বর্তমান অবস্থা থেকে উত্তরণের পথে ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমিন! ছুম্মা আমিন!

391 in stock

SKU: QRF-102 Categories: ,

আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ।
আমি একজন বিশেষজ্ঞ সার্জন। আপনাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, ডাক্তারি বিষয় বাদ দিয়ে একজন ডাক্তার কেন এ বিষয়ে কলম ধরল? তাই এ বিষয়ে কেন কলম ধরেছি, সেটা প্রথমে আপনাদের জানানো দরকার। ছোটবেলা থেকেই ইসলামের প্রতি আমার গভীর আগ্রহ ছিল। তাই দেশে-বিদেশে যেখানেই গিয়েছি, ইসলাম সম্বন্ধে সে দেশের মুসলিম ও অমুসলিমদের ধারণা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছি ।বিলাত থেকে ফিরে এসে আমার মনে হল, জীবিকা অর্জনের জন্য বড় বড় বই পড়ে MBBS ও FRCS ডিগ্রী করেছি, এখন যদি পবিত্র কুরআন তাফসীরসহ বুঝে না পড়ে আল্লাহর কাছে চলে যাই, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ইংরেজি ভাষায় বড় বড় বই পড়ে বড় ডাক্তার হয়েছিলে কিন্তু তোমার জীবন পরিচালনার পদ্ধতি জানিয়ে আরবীতে আমি যে কিতাবটি (কুরআন মজীদ) পাঠিয়েছিলাম, সেটি কি তরজমাসহ বুঝে পড়েছিলে? তখন এ প্রশ্নের আমি কী জবাব দেব? এ উপলব্ধিটি আসার পর আমি কুরআন মজীদ তাফসীরসহ বুঝে পড়তে আরম্ভ করি। শিক্ষা জীবনের শুরুতে মাদ্রাসায় পড়ার কারণে আগে থেকে আরবী পড়তে ও লিখতে পারতাম। এরপর ইরাকে ৪ বছর রোগী ও সাধারণ মানুষের সাথে কথা বলতে বলতে আরবী বলা ও বুঝার অভাবটা অনেকাংশে দূর হয়ে যায়।

কুরআন রিসার্চ ফাউন্ডেশন (QRF) একটি গবেষণা, শিক্ষা, সংস্কার, মানবকল্যাণ, ইসলামের প্রচার প্রসারমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক ও বেসরকারি প্রতিষ্ঠান- যা মানবতার কল্যাণে নিবেদিত।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুহাম্মাদ (স.)-কে প্রেরণের উদ্দেশ্য এবং তাঁর সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি”

Your email address will not be published. Required fields are marked *