আল কুরআন – যুগের জ্ঞানের আলোকে অনুবাদ ও মৌলিক তাফসীর (সচিত্র)
পৃথিবীর কোনো কুরআনের অনুবাদ গ্রন্থে ‘যুগের জ্ঞানের আলোকে অনুবাদ’ কথাটি লেখা নেই। কী চিন্তার ভিত্তিতে এ নামটি দেওয়া হয়েছে এবং বাস্তবে তা করা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অনুবাদটির মুখবন্ধে। এখানে শুধু এটুকু বলা যথেষ্ঠ যে- কুরআনের আরবী আয়াত সর্বদা অপরিবর্তিত থাকবে কিন্তু তার অনুবাদ ও ব্যাখ্যা যুগের জ্ঞানের আলোকে উন্নত হবে।
চিকিৎসা বিজ্ঞানের বইসহ পৃথিবীর সকল ব্যাবহারিক গ্রন্থের যুগের জ্ঞানের আলোকে নতুন সংস্করণ বের করা হয় এবং তা মানব সভ্যতার জন্য অধিক কল্যাণ বয়ে আনে। কুরআন নামক ব্যাবহারিক গ্রন্থেরও যুগের জ্ঞানের আলোকে অনুবাদ লিখতে হবে এবং তার সংস্করণও বের করতে হবে। এতে মানব সভ্যতা কুরআন থেকে অধিক মাত্রায় কল্যাণ পেতে থাকবে। এ জন্যই আল্লাহ তা’য়ালা বার বার কুরআন নিয়ে গবেষণা করতে বলেছেন এবং তা না করার জন্য তিরস্কারও করেছেন। আর গবেষণা করার জন্য তিনি কোনো কালকে নির্দিষ্ট করেননি। আর রসূল (স.) বলেছেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা আমার এ বক্তব্য তাদের কাছে পৌঁছে দেবে যারা এখানে উপস্থিত নেই। কারণ, পরে পৌঁছানো ব্যক্তিদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যারা পূর্ববর্তীদের তুলনায় অধিক উপলব্ধিকারী ও রক্ষাকারী হবে।
কুরআন পড়ে মানুষের মনে যে সকল প্রশ্নের উদয় হয় অনুবাদটি পড়ে পাঠক তার অধিকাংশের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এর ফলস্বরূপ পাঠকগণ মনের প্রশান্তি নিয়ে কুরআনের ওপর আমল করতে এবং অধিকতর বলিষ্ঠভাবে কুরআনের দাওয়াত অপরের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আমরা মনে করি।
Reviews
There are no reviews yet.